● জাতিসংঘ সর্বপ্রথম LDC তালিকা প্রকাশ করে- ১৯৭১ সালে।
● বাংলাদেশ LDC তে অন্তর্ভুক্ত হয়- ১৯৭৫ সালে।
● ECOSOC'র সুপারিশে বাংলাশে চুড়ান্তভাবে LDC'র তালিকায় গৃহীত হয়-১৯৭৬ সালে।
● বাংলাদেশ বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়- ২০১৫ সালের ১ জুলাই।
● স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার প্রাথমিক যোগ্যতা অর্জন করে- ১৫ মার্চ ২০১৮ সালে।
● CDP এর হিসাব অনুযায়ী বাংলাদেশ ২০২৪ সালে LDC থেকে পুরোপুরি বের হয়ে যাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে ২০২৪ এর পরিবর্তে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ LDC থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।