If x2 is odd, then x2 - x must be
Correct Answer: Option B
Solution:
প্রশ্নে বলা হচ্ছে x2 এর মান বিজোড় হলে (x2 - x) এর মান অবশ্যই অপশনের কোনটি হবে ?
x এর মান 3,5,7 ........ ধরলে x2 সর্বদাই Odd বা বিজোড় সংখ্যা হবে ।
কাজেই, x = 3 ধরলে, x2 - x = 32 -3 = 9 - 3 = 6
এভাবে, x এর মান 5,7,9 ........ ধরলেও (x2 - x) এর মান সর্বদাই Even বা জোড় সংখ্যা হবে এবং Positive বা ধনাত্মক হবে ।
কাজেই , দেখা যাচ্ছে যে, (x2 - x) এর মান সর্বদাই Even এবং Positive হবে ।
এখন, x = - 1 হলে x2 = 1 যেক্ষেত্রে, x2 - x = 1 - (- 1) = 2
অর্থাৎ Positive এবং Even. তাই উত্তর হবে অপশন b) এবং d)
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions