Which of the following countries is regarded as the home of 'Fabian Socialism'?
A Russia
B England
C France
D Italy
Solution
Correct Answer: Option B
• ফাবিয়ন সমাজতন্ত্র হল একটি রাজনৈতিক দর্শন যা ধীরে ধীরে পুঁজিবাদকে সমাজতান্ত্রিক সমাজে রূপান্তরের পক্ষে।
• এটি ফাবিয়ন সোসাইটি নামে পরিচিত একটি সংগঠনের নামে নামকরণ করা হয়েছে, যা ১৮৮৪ সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল।