When was Bangabandhu Tunnel inaugurated? 

A 27 October, 2023 

B 28 October, 2023 

C 2 November, 2023 

D 4 November, 2023 

Solution

Correct Answer: Option B

• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল হল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ।
• ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন।
• মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি
• এপ্রোচ সড়কের দৈর্ঘ্য – ৫.৩৫ কিমি
• টানেলের ধরন – দুই লেনের ডুয়েল টানেল
• প্রবেশপথ – চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কাছে, কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে।
• বহির্গমন – আনোয়ারা প্রান্তে সার কারখানার কাছে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions