• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল হল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ।
• ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন।
• মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি
• এপ্রোচ সড়কের দৈর্ঘ্য – ৫.৩৫ কিমি
• টানেলের ধরন – দুই লেনের ডুয়েল টানেল
• প্রবেশপথ – চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কাছে, কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে।
• বহির্গমন – আনোয়ারা প্রান্তে সার কারখানার কাছে।