In which year, Green peace was established?
A 1971
B 1973
C 1976
D 1985
Solution
Correct Answer: Option A
- গ্রিনপিস নেদারল্যান্ডসভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়। পরবর্তীতে ১৯৭১ সালে এই কমিটির নামকরণ করা হয় গ্রিনপিস।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত। সংস্থাটি বর্তমানে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কাজ করছে।