Of the followings lords, who passed Permanent Settlement in Bihar and Bengal in 1793?
Solution
Correct Answer: Option A
- ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- এটি 'দশসালা বন্দোবস্ত' নামেও পরিচিত।
- নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়, তাকে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ বলে।
- উল্লেখ্য, 'পূর্ববঙ্গ জমিদারি দখল এবং প্রজাস্বত্ব বিল (১৯৫০) পাসের মাধ্যমে শের-ই বাংলা এ.কে. ফজলুল হক এ ব্যবস্থা বাতিল করেন।