Solution
Correct Answer: Option C
- Accommodate শব্দটির সঠিক বানান হলো accommodate।
- শব্দটির বানান মনে রাখার সহজ কৌশল হলো এতে দুটি c এবং দুটি m থাকে (cc, mm)।
- এটি একটি Verb যার অর্থ খাপ খাইয়ে নেওয়া, উপযোজন করা বা বাসস্থানের ব্যবস্থা করা।
- Accomodate বা Acommodate বানানগুলো ভুল কারণ এতে যথাযথভাবে ডাবল লেটার (double letters) ব্যবহার করা হয়নি।
- ইংরেজি ভাষায় Accommodate শব্দটি প্রায়ই বানান বিভ্রান্তির (misspelled) কারণ হয়, তাই দুটি 'c' এবং দুটি 'm' মনে রাখা জরুরি।