কথ্যরীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
A সাধুভাষা
B আদর্শ চলিত ভাষা
C আঞ্চলিক ভাষা
D দেশি ভাষা
Solution
Correct Answer: Option B
- কথ্যরীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে আদর্শ চলিত ভাষা বলে।
- এই ভাষাটিতে কথ্য ভাষার সরলতা এবং সাধু ভাষার শুদ্ধতা উভয়ই রয়েছে।
- এই চলিত রীতিরই অন্যনাম ‘প্রমিত রীতি’। এটি ‘মান রীতি’ নামেও পরিচিত।
- প্রমথ চৌধুরী ‘হালখাতা’ গদ্যগ্রন্থে প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান এবং ১৯১৪ সালে প্রকাশিত ‘সবুজপত্র’ পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রয়োগকে প্রতিষ্ঠা করেন।