বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৩ এ বাংলাদেশের অবস্থান কত?
Solution
Correct Answer: Option D
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৩:
- ২৭ সেপ্টেম্বর ২০২৩ সালে 'বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO)' কর্তৃক প্রকাশিত হয়।
- অন্তর্ভুক্ত দেশ : ১৩২টি।
সূচক অনুযায়ী—
• শীর্ষ দেশ > সুইজারল্যান্ড,
• সর্বনিম্ন দেশ > অ্যাঙ্গোলা,
• বাংলাদেশের অবস্থান ১০৫তম।