ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
A সাধুরীতি
B চলিত রীতি
C কথ্য রীতি
D বানান চিহ্ন
Solution
Correct Answer: Option B
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে
- চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল।
- চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী।