If the numbers \(\frac{{17}}{{24}},\frac{1}{2},\frac{3}{8},\frac{3}{4}\) and \(\frac{9}{{16}}\) were ordered greatest to least, the middle number of the resulting sequence would be
Correct Answer: Option C
Solution:
প্রশ্নে বলা হচ্ছে যে, \(\frac{{17}}{{24}},\frac{1}{2},\frac{3}{8},\frac{3}{4}\) এবং \(\frac{9}{{16}}\) কে বড় থেকে ছোট আকারে সাজালে মাঝখানে কোন ভগ্নাংশটি থাকবে ?
ভগ্নাংশগুলোর হর 24, 2, 8, 4, 16 এর ল.সা.গু. = 48
এখানে, 48 \( \div \) 24 = 2 বলে \(\frac{{17}}{{24}}\) ভগ্নাংশের লব ও হরকে 2 দ্বারা গুণ করার মাধ্যমে হরকে 48 করতে হবে ।
যেহেতু 36 > 34 > 27 > 24 > 18. তাই \(\frac{{36}}{{48}} > \frac{{34}}{{48}} > \frac{{27}}{{48}} > \frac{{24}}{{48}} > \frac{{18}}{{48}}\) অর্থাৎ মাঝখানের সংখ্যাটি হবে \(\frac{9}{{16}}\).
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions