The clown was taken aback by Rehan's _______, as she had never before seen a child disrespect his elders so _______.
Correct Answer: Option A
Solution:
| Clown - কৌতুক অভিনয়কারী ব্যক্তি | Disrespect - অশ্রদ্ধা; অসম্মান |
| Impudence - ধৃষ্ট; নির্লজ্জ | Blatantly - স্থুল ও উচ্চকন্ঠে; অশালীনভাবে |
| Audacious - দুঃসাহসী; অসমসাহসী | Deliberately - উদ্দেশ্যপ্রণোদিতভাবে |
| Gregariousness - সঙ্গপ্রিয় | Obviously - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা |
| Insolence - ঔদ্ধত্য; ধৃষ্টতা | Furtively - অলক্ষ্যে; চুপিসারে |
বাক্যটির দুটি অংশ । অংশ দুটিকে কমা (,) দিয়ে পৃথক করা হয়েছে । প্রথম অংশ পড়লে বুঝা যায় যে, সার্কাসের ব্যক্তিটি Rehan এর ______ দেখে
aback হলেন । এর কারণ হিসেবে পরের অংশে as দিয়ে বলা হয়েছে বড়দের অসম্মান করে এরকম কোন শিশু পূর্বে সে দেখেনি । এখন যুক্তি দ্বারা চিন্তা করলে বুঝা যায়,
উত্তর হবে অপশন a) এর impudence এবং blatantly.
বাক্যের অর্থঃ সার্কাসের ব্যক্তিটি Rehan এর ধৃষ্টতাপূর্ণ আচরণে হতবাক হলেন, যেহেতু বড়দের প্রকাশ্যে অসম্মান করে এরকম কোন শিশু পূর্বে সে দেখেনি ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions