The couple was upset by the construction of the new skyscraper across the street, as the building would _____ their once _____ view.
Correct Answer: Option D
Solution:
| Obviate - ভারমুক্ত হওয়া; পরিত্রাণ পাওয়া | Scenic - নৈসর্গিক শোভামন্ডিত |
| Ameliorate - অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া | Charming - মনোমুগ্ধকর; আনন্দদায়ক |
| Enhance - বাড়ানো; বৃদ্ধি করা | Ghastly - ভয়ঙ্কর; অত্যন্ত অপ্রীতিকর |
| Obstruct - বাধা দেওয়া; পথরোধ করা | Picturesque - চিত্রবৎ; ছবির মতো |
বাক্যটির দুটি অংশ । অংশ দুটিকে কমা (,) দিয়ে পৃথক করা হয়েছে । প্রথম অংশ পড়লে বুঝা যায় যে, নবদম্পতি নতুন Skyscraper
এর Construction দেখে Upset হলেন । এর কারণ হিসেবে পরের অংশে as দিয়ে বলা হয়েছে এই Construction তাদের ____ View কে ____ করছে । এখন, দ্বিতীয় অংশে তার
View অবশ্যই সুন্দর কিছু একটা হবে । একারণে অপশন c) এর ghastly বাদ যাবে । এখন যুক্তি দ্বারা চিন্তা করলে বুঝা যায়, এই নতুন বিল্ডিং তাদের সুন্দর View দেখতে বাধার কারণ হয়েছে ।
এ কারণে অপশন b) এর ameliorate বাদ যাবে । অপশন a) বাদ যাবে কারণ Obviate মানে হলো কোন কিছুর Need কে Eleminate করা বা কোন কিছুর Happening কে Prevent করা ।
এখানে এ ধরণের ভাব প্রকাশ করা যাচ্ছে না বলে অপশন a) এর obviate বাদ । অপশন d) এর Obstruct হবে, কারণ Obstruct মানে shut out form view or get in the way so as to hide from sight
অর্থাৎ কোন কিছুর সামনে এমন বাঁধা যা থাকলে সামনের জিনিসটি দেখা যায় না । এ কারোনে উত্তর হবে অপশন d).
বাক্যের অর্থঃ রাস্তাজুড়ে আকাশছোঁয়া বিল্ডিং দেখে দম্পতিটি খুবই বিষন্ন হলো, যেহেতু বল্ডিংগুলো রাস্তাটির এক সময়কার ছবির মতো দৃশ্যকে ব্যাহত করেছে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions