"Robert Downey Jr, a great star, has many fans." Here, "a great star" is-
A A sentence
B A clause
C A phrase
D None of the above
Solution
Correct Answer: Option C
- দুই বা ততোধিক শব্দ মিলিয়ে সেই শব্দগুচ্ছটি যখন একটি নির্দিষ্ট Parts of Speech এর অর্থ প্রকাশ করে, তখন তাকে Phrase বলে।
- প্রদত্ত বাক্যে, a great star এই তিনটি আলাদা শব্দ মিলিয়ে Phrase গঠন করেছে। যার অর্থ, একজন বিখ্যাত তারকা।
মনে রাখতে হবে,
- Phrase কোন পূর্ণাঙ্গ বাক্য নয়। Phrase এ কোন Finite verb থাকে না, কিংবা Subject+verb structure টিও থাকে না।