I a)hate to tell you this - b)notwithstanding your work is really c)not up to the mark. d)No Error.
Correct Answer: Option B
Solution:
বাক্যটিতে দুটি অংশ আছে । অংশ দুটিকে ড্যাশ (-) চিহ্ন দিয়ে পৃথক করা হয়েছে । ড্যাশ (-) চিহ্নের আগে
I hate to tell you this এর This শব্দটি দ্বারা এমন একটি জিনিস বোঝানো হচ্ছে যা পরবর্তীতে ড্যাশ (-) চিহ্নের
পরে ব্যাখ্যা করা হয়েছে । এমন ড্যাশ (-) চিহ্নের পরে বাক্যেটি শুরু হয়েছে Notwithstanding দ্বারা । যার অর্থ হলো
তথাপি । কিন্তু Notwithstanding দ্বারা কোন বাক্য শুরু হলে ঐ বাক্যের দুটি অংশ থাকবে । কিন্তু এক্ষেত্রে Notwithstanding
দ্বারা কোন বাক্য শুরু হলে ঐ বাক্যের দুটি অংশ থাকবে । কিন্তু এক্ষেত্রে Notwithstanding এর পরে যে Notwithstanding your
work is really not up to the mark বাক্যটি আছে তাতে একটি অংশ । তাই অপসন b) এর Notwithstanding শব্দটি বাদ দিলে
বাক্যটি সঠিক অর্থ প্রকাশ করবে । সেক্ষেত্রে ড্যাশ (-) চিহ্নের আগে This শব্দটি ব্যাখ্যা হিসেবে Your work is really not up to the mark অংশটুকু
সঠিক অর্থ প্রকাশ করছে ।
বাক্যের অর্থঃ আমি তোমাকে এটা বলতে অপছন্দ করি যে তোমার কাজ আসলেই মানসম্মত নয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions