People ________ to work hard when you ________ certain conditions on them. 

A  tend, refrain 

B  refuse, impose 

C  try, invoke 

D  strive, place 

Solution

Correct Answer: Option B

Solution: 

 Tend - প্রবণতা দেখানো; কোনো বিশেষ দিকে ঝোঁকা । Refrain - বিরত থাকা; নিরন্ত হওয়া । Refuse - অস্বীকার করা । Impose - চাপিয়ে দেওয়া । 

Try - চেষ্ঠা করা । Invoke - আহ্বান করা । Strive - প্রাণপণে চেষ্ঠা করা; চেষ্ঠা কর । Place - স্থাপন করা; রাখা । 

দ্বিতীয় অংশ থেকে শুরু করতে হবে । সেখানে বলা হয়েছে যখন মানুষের উপর Certain conditions বা কিছু শর্ত ____ করা হয় । এখন যুক্তির সাহায্যে চিন্তা 

করলে আপনি বুঝবেন যে, Certain conditions গুলো আসলে মানুষের উপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়; আর এই চাপিয়ে দেয়ার একটি প্রতিশব্দ হলো Impose যা 

অপশন b) ত আছে । এখন অপশন b) এর প্রথম শব্দ Refuse বাক্যে বসালে বাক্যটি সঠিক অর্থ প্রকাশ করে বলে এটি উত্তর । 

সঠিক বাক্যঃ People refuse to work hard when impose certain conditions on them. 

বাক্যের অর্থঃ লোকে কঠোর পরিশ্রম করতে অস্বীকার করে, যখন তুমি তাদের উপর কিছু শর্ত চাপিয়ে দাও । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions