When was the National Card Scheme 'Taka Pay' inaugurated?

A 30 October 2023

B 1 November 2023

C 7 November 2024

D 1 December 2024

Solution

Correct Answer: Option B

- ২০২৩ সালের ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংক দেশের প্রথম নিজস্ব ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’ চালু করে।
- এই কার্ডের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন করা যাবে। 'টাকা পে' কার্ডটি ডেবিট কার্ডের মতোই।  
- 'টাকা পে' কার্ডটি বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ (NPS) ব্যবহার করে পরিচালিত হবে।
- এটি একটি ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্ম যা বাংলাদেশের সমস্ত ব্যাংককে সংযুক্ত করেছে। 'টাকা পে' কার্ডটি ইস্যু করা হয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংকগুলোর মাধ্যমে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions