When was the National Card Scheme 'Taka Pay' inaugurated?
A 30 October 2023
B 1 November 2023
C 7 November 2024
D 1 December 2024
Solution
Correct Answer: Option B
- ২০২৩ সালের ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংক দেশের প্রথম নিজস্ব ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’ চালু করে।
- এই কার্ডের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন করা যাবে। 'টাকা পে' কার্ডটি ডেবিট কার্ডের মতোই।
- 'টাকা পে' কার্ডটি বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ (NPS) ব্যবহার করে পরিচালিত হবে।
- এটি একটি ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্ম যা বাংলাদেশের সমস্ত ব্যাংককে সংযুক্ত করেছে। 'টাকা পে' কার্ডটি ইস্যু করা হয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংকগুলোর মাধ্যমে।