Cold War refers to_

A Tension between East and West

B Tension between North and South

C Tension between Superpowers

D Ideological rivalry between Superpowers

Solution

Correct Answer: Option D

Cold War: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে ১৯৪৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনাপূর্ণ অবস্থাকে বুঝায়।

কেন Option D সঠিক: Ideological rivalry (সাম্যবাদী ধারণা ও পুঁজিবাদী ধারণার সংঘাত): এই সময়কালে যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও পুঁজিবাদী অর্থনীতির পক্ষপাতী ছিল, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন কমিউনিজম ও কমান্ড অর্থনীতির পক্ষপাতী ছিল। এই দুই মতাদর্শের মধ্যে মৌলিক পার্থক্য ছিল এবং এটিই ছিল শীতল যুদ্ধের মূল চালিকা শক্তি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions