A Tension between East and West
B Tension between North and South
C Tension between Superpowers
D Ideological rivalry between Superpowers
Solution
Correct Answer: Option D
Cold War: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে ১৯৪৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনাপূর্ণ অবস্থাকে বুঝায়।
কেন Option D সঠিক: Ideological rivalry (সাম্যবাদী ধারণা ও পুঁজিবাদী ধারণার সংঘাত): এই সময়কালে যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও পুঁজিবাদী অর্থনীতির পক্ষপাতী ছিল, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন কমিউনিজম ও কমান্ড অর্থনীতির পক্ষপাতী ছিল। এই দুই মতাদর্শের মধ্যে মৌলিক পার্থক্য ছিল এবং এটিই ছিল শীতল যুদ্ধের মূল চালিকা শক্তি।