'আমড়াগাছি করা' কি বুঝাতে ব্যবহার করা হয়?
A অযথা তর্ক করা
B অযথা রাগারাগি করা
C অযথা তোষামোদ
D অযথা আলসেমি করা
Solution
Correct Answer: Option C
- ‘আমড়াগাছি করা’ বাগ্ধারার অর্থ: অযথা তোষামোদ/অযথা প্রশংসা করা।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
- আদা জল খেয়ে লাগা: প্রাণপণ চেষ্টা করা।
- অন্তর টিপুনি: গোপন ইশারা।
- আমি-আমি করা: আত্মপ্রশংসা করা।
- মাথা খাওয়া: শপথ করা।
- মাথা ঘামানো: ভাবনা করা ৷