'সর্বনাশ' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

A ভরাডুবি

B রাবনের চিতা

C জগদ্দল পাথর

D শাপেবর

Solution

Correct Answer: Option A

- ‘ভরাডুবি’ বাগধারাটির অর্থঃ সর্বনাশ। 

অন্যদিকে, 
- ‘রাবণের চিতা’ বাগধারাটি অর্থ - চির অশান্তি।
- 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ- 'গুরুভার'। 
- 'শাপে বর' বাগধারাটির অর্থ- অনিষ্টে ইষ্ট লাভ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions