নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ?
A অশ্রুজলে চোখ ভেসে গেলো।
B সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
C অঙ্ক কষিতে ভূল করিওনা।
D আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
Solution
Correct Answer: Option B
শুদ্ধ বাক্য হলো : সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
অন্যদিকে,
অশুদ্ধঃ অশ্রুজলে চোখ ভেসে গেলো।
শুদ্ধঃ অশ্রুতে চোখ ভেসে গেলো।
অশুদ্ধঃ অঙ্ক কষিতে ভূল করিওনা।
শুদ্ধঃ অঙ্ক কষিতে ভুল করিওনা।
অশুদ্ধঃ আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
শুদ্ধঃ আমি ঘটনাটি প্রত্যক্ষ করেছি।