Solution
Correct Answer: Option B
অনাথ এর স্ত্রীলিঙ্গ: অনাথা, অনাথিনী।
কয়েকটি গুরুত্বপূর্ণ লিঙ্গান্তর:
মদ্দা ঘোড়া - মাদি ঘোড়া।
শুক - শারি।
দুলহা - দুলাইন।
ঠাকুর - ঠাকুরন/ ঠাকরুন/ ঠাকুরানী।
হুজুর - হুজুরাইন।
মানুষ - মানুষী।
গো - গবী।
বিধাতা - বিধাত্রী।