'বর্ধমান' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
A √ বর্ধ + মান
B √ বৃদ্ধি + মান
C √ বৃধ + মান
D √ বর্ধন + মান
Solution
Correct Answer: Option C
- কৃৎ-প্রত্যয়ের কৃদন্ত বিশেষণ গঠনে শানচ্-প্রত্যয় ('শ' ও 'চ' ইৎ, 'আন' বিকল্পে 'মান' থাকে) এর ব্যবহার হয়।
যেমন:
- বৃধ্+শানচ/মান = বর্ধমান;
- চল+শানচ্ = চলমান;
- দীপ্+শানচ্ = দীপ্যমান।