পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
A 54 ও 18
B 42 ও 14
C 45 ও 15
D 39 ও 13
Solution
Correct Answer: Option C
বর্তমানে পুত্রের বয়স = x বছর
বর্তমানে পিতার বয়স = ৩x বছর
প্রশ্নমতে,
(৩x - ৫) = ৪(x - ৫)
বা, ৩x - ৫ = ৪x - ২০
বা, ৪x - ৩x =২০ - ৫
∴ x = ১৫
বর্তমানে পুত্রের বয়স = ১৫ বছর
বর্তমানে পিতার বয়স = ৩ × ১৫ = ৪৫ বছর