8 টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে, 16 টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে?
Solution
Correct Answer: Option C
8 টি দ্রব্যরে ক্রয় মূল্য 5 টাকা
1 টি দ্রব্যরে ক্রয় মূল্য 5/8 টাকা
16 টি দ্রব্যরে ক্রয় মূল্য (5 × 16)/8 = 10 টাকা
10% লাভে,
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 110 টাকা
ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য 110/100 টাকা
ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয়মূল্য (110 × 10)/100 = 11 টাকা