বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে

A CO

B CO2

C S2O

D CFC

Solution

Correct Answer: Option B

- প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি অসাধারণ ভূমিকা পালন করে।
- বনভূমি (গাছপালা) কার্বন ডাই অক্সাইড (CO₂) গ্রহণ করে বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখে এবং অক্সিজেন (O₂) ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়।
- আর বন-জঙ্গল ধ্বংস করার কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট।
- ফলস্বরূপ বায়ুমণ্ডলের ওজনস্তর ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions