বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের চাষ হয়?

A ৫০%

B ৬০%

C ৭০%

D ৮০%

Solution

Correct Answer: Option D

- বাংলাদেশের মোট কৃষিজমির প্রায় ৮০-৮৫ ভাগে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী, জেলাভিত্তিক ধান উৎপাদনে ময়মনসিংহ জেলা শীর্ষে রয়েছে।
- বিভাগীয় ভিত্তিতে ধান উৎপাদনে রংপুর বিভাগ সবচেয়ে এগিয়ে।

বিভিন্ন মৌসুমি ধানের উৎপাদনশীর্ষ জেলা:
- আউশ ধান: নওগাঁ জেলা
- আমন ধান: দিনাজপুর জেলা
- বোরো ধান: ময়মনসিংহ জেলা

তথ্যসূত্রঃ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions