বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের চাষ হয়?
Solution
Correct Answer: Option D
- বাংলাদেশের মোট কৃষিজমির প্রায় ৮০-৮৫ ভাগে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী, জেলাভিত্তিক ধান উৎপাদনে ময়মনসিংহ জেলা শীর্ষে রয়েছে।
- বিভাগীয় ভিত্তিতে ধান উৎপাদনে রংপুর বিভাগ সবচেয়ে এগিয়ে।
বিভিন্ন মৌসুমি ধানের উৎপাদনশীর্ষ জেলা:
- আউশ ধান: নওগাঁ জেলা
- আমন ধান: দিনাজপুর জেলা
- বোরো ধান: ময়মনসিংহ জেলা
তথ্যসূত্রঃ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২