রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো -
Solution
Correct Answer: Option D
- সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।
- রাষ্ট্রের মোট উপাদান ৪টি।
যথা:
- নির্দিষ্ট ভূখণ্ড,
- জনসমষ্টি,
- সরকার ও
- সার্বভৌমত্ব।
- রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব।
- সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত, স্থায়ী, অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য এবং সার্বজনীন ক্ষমতা।