- যে সব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ বলে। যেমন -
বায়ু, পানি, সমুদ্র স্রোত ও সৌরশক্তি ।
- যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হলে আর পাওয়া যায় না সেগুলোকে অনবায়নযোগ্য সম্পদ বলে। যেমন -প্রাকৃতিক গ্যাস ও কয়লা ,তেল ও বায়োগ্যাস (কিন্তু বায়োগ্যাস তৈরির উপাদান পানি ও গোবর নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে বিবেচিত ) ।