'V-20' গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?

A জলবায়ু পরিবর্তন

B কৃষি উন্নয়ন

C দারিদ্র বিমোচন

D মানবাধিকার

Solution

Correct Answer: Option A

• V20 গ্রুপের অর্থ হলো Vulnerable Twenty ।
• জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকি মোকাবিলায় পারস্পারিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা ২০ টি দেশকে নিয়ে ৮ অক্টোবর ২০১৫ V20 সংস্থাটির যাত্রা শুরু হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions