Solution
Correct Answer: Option D
প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়। এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত। এই মহাদেশের স্বাধীন দেশ ১৪টি। এর মধ্যে নাউরু ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর রাজধানী ইয়ারেন।
- তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই অঞ্চলকে - মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া।
- মতান্তরে অস্ট্রেলিয়াকেও ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়।
- এ অঞ্চলের দেশসমূহ- অস্ট্রেলিয়া, ফিজি, কিরিবাস, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, নিউজিল্যান্দ, পালাউ, পাপুয়া নিউগিনি, সামুয়া, সলমাণ দ্বীপপুঞ্জ, টোঙ্গা, টুভালু, ভানুয়াটু, মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য।