২০১৪ সালে রসায়নে কে নোবেল পুরস্কার জিতেছেন?

A    স্টেফান ডব্লিউ হেল

B    উইলিয়াম ই মোয়েরনার

C    এরিক বেতজিগকে

D    স্টেফান ডব্লিউ হেল, উইলিয়াম ই মোয়েরনার এবং এরিক বেতজিগকে

Solution

Correct Answer: Option D

 

দুই মার্কিন এবং এক রুমানীয়-জার্মান বিজ্ঞানী যৌথভাবে জিতে নিলেন ২০১৪ সালের রসায়নে নোবেল পুরস্কার। লাইট মাইক্রোস্কোপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্টেফান ডব্লিউ হেল, উইলিয়াম ই মোয়েরনার এবং এরিক বেতজিগকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions