Mahasthangarh, a significant archaeological site, was the capital of which ancient kingdom?
A Vanga
B Gauda
C Pundra
D Samatata
Solution
Correct Answer: Option C
- মহাস্থানগড় ছিল প্রাচীন পুন্ড্র রাজ্যের রাজধানী।
- তখন এর নাম ছিল পুন্ড্রনগর।
- এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি।
- করতোয়া নদীর তীরে অবস্থিত এই নগরীটি মৌর্য, গুপ্ত, পাল এবং সেন যুগেও একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল।
- পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন
- প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ