The independent Gauda Kingdom emerged in Bengal after the decline of which empire?

A Pala Empire

B Gupta Empire

C Maurya Empire

D Sena Empire

Solution

Correct Answer: Option B

- গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় স্বাধীন গৌড় রাজ্যের উত্থান ঘটে।
- গুপ্ত শাসকদের দুর্বলতার সুযোগে বাংলায় আঞ্চলিক শক্তির উদ্ভব হয়, যার মধ্যে গৌড় অন্যতম।

গুপ্ত বংশ (Gupta Dynasty)

- প্রতিষ্ঠাতা: মহারাজা শ্রীগুপ্ত।
- মহারাজা শ্রীগুপ্তের আদর্শ ছিল: ধ্রুপদী সভ্যতায়।
- প্রথম সম্রাট/প্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা: প্রথম চন্দ্রগুপ্ত।
- ভারতবর্ষে শাসনামল: ৩২০ থেকে ৫৫০ খ্রিস্টাব্দ।
- রাজ্যের সীমা ছিল: বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল।
- সমতট ব্যতীত সমগ্র বাংলা জয় করেন: সমুদ্রগুপ্ত।
- রাজধানী: পাটালিপুত্র।
- বাংলার প্রাদেশিক রাজধানী ছিল: পুণ্ড্রনগর।

গুপ্ত সাম্রাজ্যের বিশেষত্ব:
- ভারতের স্বর্ণযুগ,
- হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা
- কালিদাস-আর্যভট্ট-বরাহমিহির-বিষ্ণু শর্মার আবির্ভাব ঘটে এই আমলে
- আবিষ্কার: বিজ্ঞান ও প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, ন্যায়শাস্ত্র, সাহিত্য, গণিত, ধর্ম ও দর্শনে অবদান

শাসকগণ:
- শ্রীগুপ্ত>ঘটোৎকচ>প্রথম চন্দ্রগুপ্ত>সমুদ্রগুপ্ত>রামগুপ্ত>দ্বিতীয় চন্দ্রগুপ্ত>প্রথম কুমারগুপ্ত> স্কন্দগুপ্ত>পুরুগুপ্ত>প্রথম কুমারগুপ্ত দ্বিতীয়>বুধগুপ্ত>নরসিংহগুপ্ত বালাদিত্য>প্রথম কুমারগুপ্ত তৃতীয়> বিষ্ণুগুপ্ত>বৈনগুপ্ত>ভানুগুপ্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions