The Chandra Dynasty primarily ruled over which part of ancient Bengal?
Solution
Correct Answer: Option D
- চন্দ্র রাজবংশ প্রাচীন বাংলার দক্ষিণ-পূর্ব অংশে রাজত্ব করত
- এই অঞ্চলটি 'হরিকেল-সমতট' নামে পরিচিত ছিল
- আধুনিক বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল
- এই রাজবংশের শাসকরাও বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন এবং তাঁদের সময়ে এই অঞ্চলে জ্ঞান-বিজ্ঞানের চর্চা হতো
- চন্দ্রবংশের শাসন কাল ছিল প্রায় ১৫০ বছর
- এদের প্রথম শক্তিশালী রাজা ত্রৈলোক্য চন্দ্ৰ
- ত্রৈলোক্য চন্দ্রের উপাধি ছিল ‘মহারাজাধিকার’
- চন্দ্র বংশের ক্ষমতার কেন্দ্র স্থল ছিল দেবপর্বত
- চন্দ্র রাজবংশের সবচাইতে গুরুত্বপূর্ণ রাজা শ্রীচন্দ্র
- চন্দ্ৰগণ ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী।