What was the principal religion patronized by the rulers of the Pala Dynasty?

A Jainism

B Shaivism

C Buddhism

D Hinduism

Solution

Correct Answer: Option C

- পাল রাজবংশের শাসকরা প্রধানত বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক ছিলেন।
- তাঁরা মহাযান এবং বজ্রযান বৌদ্ধধর্মকে বিশেষভাবে সমর্থন ও প্রচার করতেন।
- তাঁদের আমলেই নালন্দা ও বিক্রমশিলার মতো বিখ্যাত বৌদ্ধবিহারগুলো সমৃদ্ধির শীর্ষে পৌঁছায়।
- পাল বংশের প্রতিষ্ঠাতা – গোপাল।
- গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত পাল রাজবংশের শাসন বাংলায় প্রায় ‘চারশ' বছর স্থায়ী হয়েছিল।
- গোপালের ক্ষমতা লাভ সম্পর্কে খালিমপুর তাম্রশাসন থেকেও জানা যায়।
- গোপালের উত্থানের মধ্য দিয়ে বাংলায় প্রতিষ্ঠিত হয় পাল রাজবংশ।
- ১৭ জন পাল নৃপতি বাংলা শাসন করেন।
- গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত শাসনের উপর ভিত্তি করে তার পরবর্তী দুই উত্তরাধিকারী ধর্মপাল ও দেবপাল সাম্রাজ্যকে উন্নতির চরম শিখরে নিয়ে যান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions