ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?

A রাতকানা

B বেরিবেরি

C স্কার্ভি

D রিকেটস

Solution

Correct Answer: Option C

- ভিটামিন 'সি' ( অ্যাসকরবিক এসিড )- এর অভাবে স্কার্ভি রোগ হয় । \
- তাছাড়া এর অভাবে শিশুদের মাড়ি ফুলে যায়, দেহের ওজন হ্রাস পায়, রক্তশূন্যতা হয়, দুর্বল লাগে এবং ক্ষত সারতে বা ভাঙ্গা হাড় জোড়া লাগতে দেরি হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions