কোনটি নিত্য সমাসের সমস্তপদ?

A সেতার

B প্রত্যহ

C গ্রামান্তর

D সহোদর

Solution

Correct Answer: Option C

- যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকেই বলে নিত্য সমাস।
- যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর; অন্য দেশ = দেশান্তর। সে (তিন) তার (যে যন্ত্রের) = সেতার (সংখ্যাবাচক বহুব্রীহি); অহ অহ = প্রত্যহ (অব্যয়ীভাব); সহ উদর যার = সহোদর > সোদর (বহুব্রীহি)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions