কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলে?
A ই-মেইল
B ইন্টারনেট
C ইন্টারকম
D টেলিগ্রাম
Solution
Correct Answer: Option B
- টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় International Network (Internet). - প্রথম নেটওয়ার্ক হলো Advance Research Projects Agency Network (ARPANET), যা ১৯৬৯ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর চালু করে। - ১৯৯৪ সালে ARPANET এর পরিবর্তে Internet শব্দটি ব্যবহৃত হয়। - আর ৪ জুন, ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions