প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?

A হরিকেল

B সমতট

C বরেন্দ্র

D রাঢ়

Solution

Correct Answer: Option A

- হরিকেল জনপদটির অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে, মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদের বিস্তৃতি ছিল। বরেন্দ্র বগুড়া, দিনাজপুর, রাজশাহী ও পাবনা অঞ্চলে অবস্থিত। রাঢ় মুর্শিদাবাদ, বীররভুম, বর্ধমান ও হুগলি জেলায় অবস্থিত। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালি সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions