Solution
Correct Answer: Option D
- ষাট গম্বুজ মধ্যযুগে সুলতানি আমলে নির্মিত সবচেয়ে বড় মসজিদ।
- ১৫ শতকের মাঝামাঝি সময়ে খান জাহান আলী এ মসজিদটি নির্মাণ করেন।
- এটি বর্তমানে বাগেরহাট শহর থেকে ৩ মাইল পশ্চিমে গড়াদিঘীর পূর্বপাড়ে অবস্থিত।
- যদিও এটি ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত, কিন্তু প্রকৃত পক্ষে মসজিদটির মোট গম্বুজ ৮১টি।
- ১৯৮৫ সালে ইউনেস্কো মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।