Solution
Correct Answer: Option B
- নিয়মানুযায়ী শুদ্ধ নয় কিন্তু বিশেষ কারণে নিয়ম ভেঙে যা শুদ্ধ ঘোষণা করা হয়, সেটিই নিপাতনে সিদ্ধ।
- কতগুলো ব্যঞ্জনসন্ধি নিপাতনে সিদ্ধ হয়। যেমন: পর+পর = পরস্পর, দিব+লোক = দ্যুলোক। নিঃ+কর = নিষ্কর, সম্+তাপ = সন্তাপ ও ষষ্+থ = ষষ্ঠ নিয়মানুসারে সন্ধি হয়েছে।