৩০ লিটার পরিমাণ মিশ্রনে এসিড ও পানির অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে কি পরিমান পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

A ২৫ লিটার

B ৩০ লিটার

C ৩৫ লিটার

D ৪০ লিটার

Solution

Correct Answer: Option D

অনুপাত গুলোর সমষ্টি =৭+৩=১০

এসিডের পরিমাণ =(৩০ এর ৭/১০ ) লি.= ২১ লি.

এবং পানির পরিমাণ =(৩০ এর ৩/১০ )লি.= ৯লি.

ধরি , x  লিটার পানি মিশাতে হবে,

শর্তমতে , ২১/(৯+x)= ৩ /৭
          বা , ২৭ +৩x =১৪৭
          বা , ৩x =১২০
        ∴ x = ৪০
সুতরাং ৪০ লিটার পানি মেশাতে হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions