সিসমোগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।
কিছু পরিমাপক যন্ত্রঃ
সূক্ষ সময় পরিমাপক— ক্রনোমিটার
তাপ পরিমাপক— থার্মোমিটার
বায়ুর আর্দ্রতা নির্ণায়ক— হাইগ্রোমিটার
বাতাস/গ্যাসের ওজন/ঘনত্ব নির্ণয়ক যন্ত্র— এ্যারোমিটার
বৃষ্টি পরিমাপক— রেনগেজ
দুধের বিশুদ্ধতা পরিমাপক— ল্যাকটোমিটার
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক— স্ফিগমোম্যানোমিটার