Solution
Correct Answer: Option B
- সরকারি গেজেট (২৩ মার্চ, ২০১৯) অনুযায়ী, বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা ৫০ টি।
- এর মধ্যে গারো ও খাসিয়া মাতৃতান্ত্রিক বাকি সব গুলো উপজাতি পিতৃতান্ত্রিক।
- গারো পাহাড়ের পাদদেশে গারো উপজাতিরা বসবাস করে।
- নেত্রকোনা ছাড়াও গারো উপজাতিরা ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ, জামালপুরে বাস করে।