Solution
Correct Answer: Option D
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ক্, চ্, ট্, হ্, প্ এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্ (ড্), দ, ব্ হয়।
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়।
- যেমন: ষট্+ঋতু = ষড়ঋতু, ষট্ +অঙ্গ = ষড়ঙ্গ।