Solution
Correct Answer: Option C
⇒ বাংলা বাক্যটি Present Continuous Tense-এ রয়েছে, কারণ বৃষ্টি বর্তমানে হচ্ছে।
⇒ ইংরেজি গ্রামারে ‘মুষলধারে’ বা খুব ভারী বৃষ্টির ক্ষেত্রে একটি বিশেষ Idiom বা বাগ্ধারা ব্যবহৃত হয়, যা হলো ‘cats and dogs’।
⇒ সাধারণ অনুবাদে ‘It is raining heavily’ সঠিক হলেও, যখন ‘মুষলধারে’ শব্দটি নির্দিষ্ট করে বলা থাকে এবং অপশনে ইডিয়ম থাকে, তখন ‘It is raining cats and dogs’-ই সবচেয়ে যুৎসই ও সঠিক উত্তর।
⇒ বাক্যের গঠন: Subject (It) + verb (is) + raining + phrase (cats and dogs).