• জুতা, তুলা, সুতা, পূজা শব্দগুলো সাধু রীতিতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এগুলো সাধু রীতির শব্দ। যেগুলোর চলিত রীতির শব্দ হচ্ছে- জুতো, তুলো, সুতো, পূজো ইত্যাদি।
• জোসনা, জ্যোৎস্না সাধু রীতির শব্দ, যার চলিত রীতি হলো-জোছনা।
• 'হউক' সাধু রীতির শব্দ, যার চলিত রীতি হলো- 'হোক'।
• সাধু রীতির বানানে 'ঙ' ব্যবহৃত হয় যেখানে চলিত রীতির বানানে 'ঙ্গ' ব্যবহৃত হয়। যেমন: 'রঙিন' (সাধু রীতি) যেখানে 'রঙ্গিন' (চলিত রীতির শব্দ)।
• 'ব্যতীত' সাধু রীতির শব্দ; যার চলিত রীতির শব্দ হল- 'ছাড়া'
• 'জন্য/জন্যে' চলিত রীতির শব্দ যার সাধু রীতির শব্দ হলো- ' নিমিত্ত'।