জাপান সূর্যোদয়ের দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। ধারনা করা হয়, ইউরোপীয় উপনিবেশের সময় থেকে জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসেবে বিবেচনা করা হত। তাছাড়া যেহেতু জাপানী ভাষায় চীনা ভাষার উপস্থিতি অত্যন্ত শক্তিশালী। সেহেতু নিপ্পন শাব্দিক অর্থ সূর্যের উৎপত্তির বিশ্লেষণে ইউরোপীয়রা জাপানকে সূর্যোদয়ের দেশ হিসেবে প্রচার করে।
- নিশীথ সূর্যের দেশ : নরওয়ে
- হাজার হ্রদের দেশ : ফিনল্যান্ড
- সকাল বেলার শান্তি : কোরিয়া।
- ম্যাপল পাতার দেশ : কানাডা