বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে?
A কক্সবাজার
B খাগড়াছড়ি
C বান্দরবান
D রাঙামাটি
Solution
Correct Answer: Option D
- নাফ নদী সংলগ্ন টেকনাফ থেকে ভারতের মিজোরাম পর্যন্ত ২৮০ কিমি বিস্তৃত বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত। - সীমান্তের বাংলাদেশ প্রান্তে রয়েছে কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটি জেলা আর মিয়ানমার প্রান্তে রয়েছে রাখাইন ও চীন রাজ্য। - রাঙ্গামাটির বিলাইছড়ির ধুপানিছড়ায় বাংলাদেশের সঙ্গে মিলিত হয়েছে ভারতের মিজোরাম এবং মিয়ানমারের চীন রাজ্যের সীমান্ত। - এ স্থানটিকে তাই তিন মাথা হিসেবে অভিহিত করা হয়।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions